বিভিন্ন জাতের কবুতরের মূল্য

এক এক কবুতরের মূল্য এক এক ধরনের হয়ে থাকে ।প্রাপ্তবয়স্ক গোল্লা কবুতরের মূল্য ৪০০ থেকে ৬০০টাকা গিরিবাজ প্রাপ্তবয়স্ক কবুতরের মূল্য ৫০০থেকে ৩০০০ টাকা। তবে অনেক ভাল জাতের গিরিবাজ আছে যাদের মূল্য অনেক বেশি হতে পারে ,এ মূল্য তাদের কোয়ালিটির উপর নির্ভর করে ।ভাল জাতের গিরিবাজ কবুতর গুলো হল বাবু,পানিখি, রাব্বানী ইত্যাদি, রেসার কবুতরের মূল্য ১০০০ থেকে লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

 যে রেসার কবুতরের pedigree আছে তাদের দাম বেশি হয় ,সিরাজি কবুতরের মূল্য ১৫০০-৩০০০ টাকা।লক্ষা কবুতর ১০০০- ৩০০০ টাকা। বিউটি হোমা কবুতরের মূল্য তিন হাজার টাকা থেকে সাত হাজার টাক।জকোবিন কবুতরের মূল্য ৩০০০ থেকে ৬০০০ টাকা ।আউল এর মূল্য ২০০০টাকা থেকে ৮০০০ টাকা ।মুক্ষি কবুতর এর মূল্য ১৫০০থেকে ৪০০০ টাকা।

আসলে কবুতরের মূল্য ক্রেতা ও বিক্রেতার দরকষাকষির ওপর নির্ভর করে। অনেকে কম দামে কবুতর বিক্রি করে দেয়। একেক সময় একেক কবুতরের মূল্য ভালো পাওয়া যায় ।কবুতরের দাম এর মূল্য নির্ভর করে বাজারের চাহিদার অনুসারে ।বিদেশী কবুতরের দাম বেশি ,দেশি কবুতরের দাম তুলনামূলক কম।

No comments

Powered by Blogger.