কবুতরের জোরা খাওয়ানোর উপায়

অনেকেই কবুতরের জোরা খাওয়াতে পারেন না ।তারা ভাবেন নর মাদি একসাথে রেখে দিলেই জোড়া খায়,কিন্তু এই ধারণা টি একেবারেই ঠিক নয় অনেক সময় একসাথে রেখে দিলে মাদি কবুতরের মৃত্যুও হতে পারে। কেননা নর কবুতর প্রথম অবস্থায় মাদি কে খুব মারে এবং এক পর্যায়ে মাথা থেকে রক্ত বের হয়ে মারাও যেতে পারে।
kabutar-bazi

তাই প্রথমে, দুটি আলাদা খাঁচায় নর মাদি কে পাশাপাশি রেখে দিতে হবে এবং অবস্থা অনুযায়ী নর কবুতরের খাচায় মাদিকে প্রবেশ করাতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে মারামারি না করে। জোড়া খাওয়ানোর জন্য নর মাদি বয়স ৬ মাসের উপর হতে হবে, তা না হলে মারামারি করতে পারে।

No comments

Powered by Blogger.