নর মাদি চেনার উপায়
আসুন জেনে নেয়া যাক নর-মাদি চেনার সহজ উপায় গুলো :
- নর কবুতর জোড়া ধরে ডাকে এবং কিছুটা আক্রমণাত্মক হয়ে মাদী কবুতর তেমন ডাকে না ।আর ডাকলেও ডাক নরের মত এত স্পষ্ট না, বেশি জোরালো হয় না।
- নর কবুতর আকারে বড় হয় ও মাথা কিছুটা চেপটা থাকে ।মাদী কবুতর এর মাথা কিছুটা ছোট ও লম্বাটে হয়
- নরের ঠোট হালকা করে টান দিলে ছুটিয়ে নেয়ার জন্য চেষ্টা করবে কিন্তু দী কবুতর এর ঠোট টান দিলে কোন চেষ্টাই করবে না ।
- নর কবুতর এর দেহ কিছুটা ময়লা থাকে কিন্তু মাদী কবুতরের দেহ তুলনামূলক পরিষ্কার থাকে
- সবচেয়ে কনফার্ম চেনার উপায় হলো কবুতরটিকে ধরুন বুকের নিচ দিয়ে পিছনের দিকে হাত চালালে হাড়ের শেষে একটা জায়গা আছে ওখানে আঙ্গুল দিলে দুটি পাতলা হাড় পাবেন, V এর মতো এই V এর মধ্যে যদি একটি আঙ্গুল ফিট হয়ে যায় তাহলে বুঝবেন এটা মাদী কবুতর ,এ দিয়ে ডিম পাস হয়। নর কবুতর এ জায়গায় আঙুল ফিট হবে না যা সাধারণত সর্বোচ্চ 2 মিলি এর বেশি হয় না বাচ্চার বয়স যখন পাঁচ দিন তখন পায়খানার রাস্তার দিকে খেয়াল করলে দেখবেন মাদী কবুতরের টা শরু আর নর কবুতর একটু চ্যাপটা বারের মত দেখাচ্ছে।
No comments