ভাল কবুতর চেনার উপায়
ভাল কবুতরের স্বাস্থ্য সবসময়ই ভাল হয় এবং চোখে পিচ্ছিল পদার্থ থাকে। রোগা কবুতরের গায়ের পশম মলিন ও নিস্তেজ থাকে কিন্তু সুস্থ কবুতরের পাখা সতেজ থাকে। সুস্থ কবুতর সবসময় চঞ্চল ও ডাকতে থাকে, খাবার দিলে খাবার খেতে চাইবে, কিন্তু অসুস্থ কবুতর কে খাবার দিলে খেতে চাইবে না।
সুস্থ কবুতর এর পায়খানা স্বাভাবিক হবে,কিন্তু অসুস্থ কবুতর এর টা পাতলা হয়।সুস্থ কবুতর এর ওজন স্বাভাবিক থাকবে,কিন্তু অসুস্থ কবুতর এর ওজন কম হয়।
সুস্থ কবুতর এর পায়খানা স্বাভাবিক হবে,কিন্তু অসুস্থ কবুতর এর টা পাতলা হয়।সুস্থ কবুতর এর ওজন স্বাভাবিক থাকবে,কিন্তু অসুস্থ কবুতর এর ওজন কম হয়।
No comments