যে ভাবে কবুতরকে প্রশিক্ষণ দেবেন
কবুতরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, খাবার দেওয়ার সময় নিজ হাতে কবুতরের খাবার খাওয়ালে কবুতর আপনাকে সহজেই চিনতে পারে ।বাইরে উড়ার সময় বাশি ফু দিয়ে খাবার দিলে কবুতর খুব ভালো শিকারী হয় এতে আপনি বাঁশি ফুঁ দিলেই কবুতর বাসায় নামবে। কবুতরকে সব সময় বাইরে রাখা উচিত নয় দিনে দুইবার কবুতর ছারলে কবুতরের স্বাস্থ্য ভালো থাকে। গরমকালে কবুতর কম বাইরে ছাড়াই ভালো।কবুতর শীতকালে অনেক বেশি উড়তে চায়।
তাই শীতকালে কুবুতরকে প্রশিক্ষণ দেয়ার সবচেয়ে উত্তম সময় ।প্রথম অবস্থায় বাসার কাছাকাছি স্থান থেকে কবুতর ছাড়তে হবে এবং আস্তে আস্তে ছাড়ার দূরত্ব বাড়বে, তবে খেয়াল রাখতে হবে ছাড়ার সময় কবু্তরের স্বাস্থ্য ঠিক থাকে কেননা স্বাস্থ্য ঠিক না থাকলে যেখানে সেখানে কবুতর নেমে পড়বে এবং কবুতরটি হারানোর সম্ভাবনা বেশি থাকে, তাই কবুতর ছাড়ার আগে স্বাস্থ্য ঠিক আছে কিনা তা জানা অপরিহার্য। কবুতরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য সয়ম স্যালাইন ও multivitamin ব্যবহার করা যেতে পারে।তবে সে ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেয়া উচিত।
তাই শীতকালে কুবুতরকে প্রশিক্ষণ দেয়ার সবচেয়ে উত্তম সময় ।প্রথম অবস্থায় বাসার কাছাকাছি স্থান থেকে কবুতর ছাড়তে হবে এবং আস্তে আস্তে ছাড়ার দূরত্ব বাড়বে, তবে খেয়াল রাখতে হবে ছাড়ার সময় কবু্তরের স্বাস্থ্য ঠিক থাকে কেননা স্বাস্থ্য ঠিক না থাকলে যেখানে সেখানে কবুতর নেমে পড়বে এবং কবুতরটি হারানোর সম্ভাবনা বেশি থাকে, তাই কবুতর ছাড়ার আগে স্বাস্থ্য ঠিক আছে কিনা তা জানা অপরিহার্য। কবুতরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য সয়ম স্যালাইন ও multivitamin ব্যবহার করা যেতে পারে।তবে সে ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেয়া উচিত।
No comments