বাজার থেকে নতুন কবুতর এনে যে ভাবে বাসা চেনাবেন
বাজার থেকে নতুন কবুতর এনে বাসা চেনানো কঠিন কাজ, কেননা অনেক কবুতর আছে যেগুলো কয়েক বছর পরে ছাড়লেও তার মালিকের বাসায় ফেরত যায় সুতরাং কবুতরের বাসা চেনানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত ,কবুতর এনে পাখা কেটে দেওয়া যেতে পারে অথবা দুই পাখার ছয়টি করে পর কষ্টেপ দিয়ে বেঁধে রেখে ছাদে ফেলে রাখতে হবে এবং খাবার দিতে হবে মোটামুটি তিন সপ্তাহ।
প্রথমে নরকবুতর এর এক পাখার বাধন খুলে দিতে হবে এবং কোন অবস্থাকে অবস্খাতেই তাকে ধাওয়া করা যাবে না এবং অবস্থা বুঝে তার দুই পাখা খুলে দিতে হবে এবং মাদি কবুতরকে ছাদে খাঁচায় আটকে রাখা যেতে পারে,যাতে নর কবুতর মাদি কবুতরকে দেখতে পায়। নর কবুতরটি বাসা চিনে ফেললে মাদি কবুতেরর পাখা খুলে দিতে হবে এবং ছাদে খাবার দিয়ে রাখতে হবে প্রথম অবস্থায় কোন ভাবেই কবুতরকে ধাওয়া করা যাবে না এবং কেউ যাতে কবুতর কে ভয় না দেখায়।
প্রথমে নরকবুতর এর এক পাখার বাধন খুলে দিতে হবে এবং কোন অবস্থাকে অবস্খাতেই তাকে ধাওয়া করা যাবে না এবং অবস্থা বুঝে তার দুই পাখা খুলে দিতে হবে এবং মাদি কবুতরকে ছাদে খাঁচায় আটকে রাখা যেতে পারে,যাতে নর কবুতর মাদি কবুতরকে দেখতে পায়। নর কবুতরটি বাসা চিনে ফেললে মাদি কবুতেরর পাখা খুলে দিতে হবে এবং ছাদে খাবার দিয়ে রাখতে হবে প্রথম অবস্থায় কোন ভাবেই কবুতরকে ধাওয়া করা যাবে না এবং কেউ যাতে কবুতর কে ভয় না দেখায়।
No comments